বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বিনোদন
দুবাইয়ে ৫৫ তলা ভবনের নামকরণ করা হলো শাহরুখের নামে
বিনোদন ডেস্ক
Publish: Monday, 17 November, 2025, 4:05 PM

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে গড়ে উঠছে একটি আকাশচুম্বী বাণিজ্যিক অট্টালিকা। শেখ জায়েদ রোডে নির্মিতব্য এই ৫৫ তলা ভবনের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’, যা নির্মাণ করবে দানিউব গ্রুপ।

মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে, আর সঞ্চালনায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা ফারাহ খান।

প্রকল্পটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। এই শহরের অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সীমাহীন সম্ভাবনার প্রতীক।’

খালিজ টাইমস জানিয়েছে, টাওয়ারটির আয়তন প্রায় ১০ লাখ স্কোয়ার ফুট। উদ্যোক্তা, উদ্ভাবক ও বৈশ্বিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এক আধুনিক কেন্দ্র হিসেবেই এটি গড়ে তুলতে চায় দানিউব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত ‘হাত-ছড়িয়ে দাঁড়ানো’ ভঙ্গির বিশাল ভাস্কর্য—যেখানে দর্শনার্থীরা ছবি তুলতে পারবেন।

২০২৯ সালের মধ্যেই টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য। এদিকে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’–এর শুটিংয়ে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় হাজির হতে চলেছেন তার মেয়ে সুহানা খান।

বাবা-মেয়েকে ছবিতে গুরু-শিষ্য চরিত্রে দেখা যেতে পারে। আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝