Publish: Thursday, 27 November, 2025, 10:50 PM

একাধিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার প্রাণনাশের হুমকি ও শাড়ির টাকা আত্মসাতের অভিযোগে নতুন মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিলেও অর্থ ফেরত দেননি এবং বিষয়টি নিয়ে বাদীনিকে হত্যার হুমকি দিয়েছেন। এ অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলার আবেদন করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
এর আগে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষ প্রথমে আইনি নোটিশ দিয়ে ক্ষতিপূরণ দাবি করলেও সময়সীমা পেরিয়ে যাওয়ায় ৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে সিআর মামলা (নং ৯৬২/২০২৫) দায়ের করেন প্রতিষ্ঠানটির নির্বাহী আমিনুল ইসলাম।
সে মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন।
নতুন মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, “একজন সেলিব্রিটি হয়ে তিনি যে ধরনের আচরণ করেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। আমার মোয়াক্কেলকে তিনি শুধু প্রতারণাই করেননি, প্রাণনাশের হুমকি দিয়েছেন ও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়েছেন। আদালত বিষয়টি আমলে নিয়েছেন এবং পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”
বাদী সানায়া চৌধুরী বলেন, “আমি এখন জীবন নিয়ে শঙ্কিত। শাড়ির টাকা ফেরত চাইতে গেলে তিনি আমাকে হুমকি দেন। ডিবির ভয় দেখান। আমার কাছে সব প্রমাণ রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, ন্যায় বিচার পাব।”
তবে এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কোনো হুমকি দিইনি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মামলার ব্যাপারেও এখনো কিছু জানি না।”
এদিকে তানজিন তিশার বিরুদ্ধে সম্প্রতি আরেকটি অভিযোগ তোলেন ভারতীয় প্রযোজক শরীফ খান। তার দাবি, কলকাতার ‘ভালোবাসার মরশুম’ ছবিতে অভিনয়ের জন্য তিশাকে অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু তিশা কাজ না করেও টাকা ফেরত দিচ্ছেন না।
যদিও তিশা এই অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফ খান ছবিটির প্রযোজকই নন। তবে ছবির পরিচালক এম এন রাজ ভারতীয় গণমাধ্যমে বলেন, “তিশা ভুল বিবৃতি দিচ্ছেন। তাকে টাকা দেওয়া হয়েছে। কাজ না করলে সেই টাকা ফেরত দিতেই হবে।”
ডার্ক টু হোপ/এসএইচ