Publish: Friday, 28 November, 2025, 8:11 AM

অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট) ও নিহত ফাহিম: সংগৃহীত ছবি
ময়মনসিংহে ত্রিশালে সরকারি নজরুল একাডেমির মাঠে এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে আরেক বন্ধু। এরপর হত্যাকারী নিজেই রক্তমাখা কুড়াল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল পৌরশহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল ইসলাম বাদলের ছেলে। অভিযুক্ত অনিক মন্ডল একই এলাকার জহিরুল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফাহিম মালেশিয়া সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। ইউনিভার্সিটি বন্ধ থাকায় ৪ মাস ধরে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ডিসেম্বরের ২৫ তারিখ ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার কথা থাকায় এর আগেই মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তার। অনিক এবং ফাহিমের মধ্যে ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।
ডার্ক টু হোপ/এসএইচ