মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
জাতীয়
মোহাম্মদপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ছেলের মৃত্যু
নিউজ ডেস্ক
Publish: Monday, 24 November, 2025, 11:38 PM

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর ছেলে বাবুকে (২৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং গুরুতর আহত বাবা কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লক এ ঘটনা ঘটে।

নিহত কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের।
পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে ৪ নম্বর রোডে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরো অজ্ঞাত বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা।
পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সিইসি
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝