মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
জাতীয়
ভারতের চাল অন্য দেশের মাধ্যমে কিনছে সরকার
নিউজ ডেস্ক
Publish: Monday, 24 November, 2025, 3:44 PM

সিঙ্গাপুরের মাধ্যমে ভারতীয় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজার স্থিতিশীল রাখতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।

কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নন-বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা (মূল্য) তো প্রতিযোগিতামূলক। সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের। কারণ আমরা তো আর বলব না যে ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মিয়ানমার থেকে আনবেন না। আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।

ডিসেম্বরের মধ্যে সরকার সংশোধিত বাজেট করে ফেলতে চায় বলেও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, আমরা তো বাজেট এখন নতুন করে পর্যালোচনা করছি। কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখনো উন্মুক্ত রেখেছি। অন্য মন্ত্রণালয়ে বাজেটগুলোর একটা সময়সীমা দিয়েছি যে, এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা পুনরায় পর্যালোচনা করব।

তার মতে, জানুয়ারিতে আমরা রেডি করে রাখব পরবর্তী যে সরকার আসছে তাদের জন্য। তো নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে।

এদিন সার, পরিশোধিত তেল কেনা ও তিনটি সড়ক করার সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭
পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সিইসি
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝