Publish: Monday, 17 November, 2025, 12:24 AM

ঢাকার ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসটির মালিক উপজেলা বালিয়া এলাকার খোকন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই বাজার রোডে ডি-লিঙ্ক পরিবহনের থেমে থাকা কয়েকটি বাসের মধ্যে ঢাকা মেট্রো-ব-১৫-৬১৭৯ নম্বর বাসের জানালা খোলা ছিল। ওই বাসের খোলা জানালা দিয়ে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি কি যেন ছুড়ে মেরে দ্রুত চলে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসটির ভেতরে কেউ ছিল না।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের ভেতরে কয়েকটি সিট পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডি-লিঙ্ক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের ভেতরে কয়েকটি সিট পুড়ে গেছে।
ডার্ক টু হোপ/এসএইচ