Publish: Saturday, 15 November, 2025, 9:55 PM

ভোলা সদরের কাচিয়াসংলগ্ন মেঘনা নদীর ভবানীপুর চর থেকে বালু তুলতে বাধা দেওয়ায় শনিবার বালুদস্যুরা এলাকাবাসীর ওপর গুলি চালিয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন। তাদের ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শাজাহান মীর, মো. আলী, অপূর্ব পাটোয়ারী ও শফিউর রহমান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার সকাল থেকে মেঘনার সরকারি বালুমহালের বাইরে ভবানীপুর চর এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু তোলার কাজ চলছিল। এ সময় এলাকাবাসী দুটি ট্রলারে করে সেখানে গিয়ে বালু তুলতে বাধা দেয়। পরে বিষয়টি জেলা-উপজেলা প্রশাসনকে জানানো হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই বালুদস্যুরা এলাকাবাসীর ওপর গুলি চালায়।
আহত শাজাহান মীর জানান, জামাল উদ্দিন চকেট ও শাহিনের নেতৃত্বে ছয় থেকে সাতজন অস্ত্রধারী স্পিডবোটে করে এসে গুলি ছোড়ে। তবে চকেট জামাল হামলা ও গুলির কথা অস্বীকার করে জানান, তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারি মহালের বাইরে থেকে বালু উত্তোলন করা হয় না। তিনি বা তাঁর ভাগনে ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, দুপুরে গুলিবিদ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। এখন তারা ঝুঁকিমুক্ত।
সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান জানান, তারা ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসীর ওপর গুলির ঘটনা ঘটে। ড্রেজারটি সরিয়ে নেওয়া হয়েছে।
সদর মডেল থানার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, বালু তুলতে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর ছররা গুলি করা হয়েছে। তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডার্ক টু হোপ/এসএইচ