ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর এনেছে বাংলাদেশ রেলওয়ে। দৈনিক যাতায়াতের ঝামেলা ও বাড়তি ভাড়া কমাতে চালু করা হয়েছে মাসিক মাত্র ৬০০ টাকার বিশেষ টিকিট। এই এক টিকিটেই একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ট্রেনে একবার যাতায়াতের ভাড়া ২০ টাকা। প্রতিদিন অফিসগামী একজন যাত্রীর যাওয়া–আসায় খরচ হয় ৪০ টাকা, যা মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকা।
অন্যদিকে একই রুটে বাসে একবার যাতায়াতের ভাড়া ৫০ টাকা, আসা–যাওয়ায় ১০০ টাকা। মাসিক হিসাব করলে খরচ দাঁড়ায় প্রায় তিন হাজার টাকা।
রেলওয়ের নতুন মাসিক টিকিট থাকায় নিয়মিত যাত্রীরা খরচ সাশ্রয় করতে পারছেন পাঁচ গুণেরও বেশি।
চাষাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০ থেকে ৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তাঁর মতে, বিষয়টি প্রচার পেলে এ সংখ্যা দ্রুতই বাড়বে। তিনি আরও বলেন, "কেউ ৬০০ টাকায় টিকিট কেটে মাসে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই। যাত্রী সব দিক থেকেই লাভবান হচ্ছেন।"
নিয়মিত যাত্রী আব্দুস সালাম জানান, প্রতিদিন বাসে যাওয়া–আসায় খরচ ১০০ টাকা, সেখানে ট্রেনে দিনে মাত্র ২০ টাকা। তার ভাষায়, “সবচেয়ে বড় সুবিধা— প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।”
রেলওয়ের এই উদ্যোগ একদিকে যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে, অন্যদিকে সময় নষ্ট ও ভোগান্তি কমিয়ে দিচ্ছে। নিয়মিত টিকিট সংগ্রহের ঝামেলা না থাকায় অফিস–কর্মজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
নগরবাসীর মতে, এ সুবিধা আরও বেশি যাত্রীর কাছে পৌঁছে দিতে রেলওয়েকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তাহলে অনেকেই মাসিক টিকিট গ্রহণে আগ্রহী হবেন এবং রেলযাত্রা আরও সহজ ও জনপ্রিয় হবে।
ডার্ক টু হোপ/এসএইচ