Publish: Monday, 10 November, 2025, 1:07 AM

প্রত্যাহারের পর আবারও কর্মবিরতি চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একাংশ। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা নাগাদ শিক্ষকদের নেতা খায়রুন নাহার লিপি এ ঘোষণা দেন।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর দাবির বিষয়ে আশ্বাস পেয়ে চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
পরে শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি বলেন, আমরা নেতৃবৃন্দের কথা রাখতে পারিনি। আগামীকাল কর্মবিরতি চলবে। এসময় উপস্থিত শিক্ষকরা তার সঙ্গে সংহতি জানান।
লিপি বলেন, আমার চাকরি চলে যায় যাক, আগামীকাল কর্মসূচি প্রত্যাহার মানি না। আজকে রাতে যারা আছেন, তারা আমাদের সঙ্গে শহীদ মিনারে থাকবেন, কথা দিন। একজনও যেতে পারবেন না।
তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ রোষানলে পড়ে কর্মসূচি স্থগিত করেছে, কিন্তু আমরা স্থগিত করে রাখতে পারলাম না। আমার চাকরি যায় যাক, কর্মসূচি চলবে।
তিনি বলেন, আপনারা নেতৃবৃন্দকে ভুল বুঝবেন না। সামসুদ্দীন মাসুদ, মাহবুবুর রহমান চঞ্চল স্যাররা কেউ প্রত্যাহার করতে চায়নি।
মূলত, তিন দাবিতে শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবিগুলো হলো-দশম গ্রেডে বেতন-ভাতা, চাকরির ১০ম এবং ১৬তম বছরে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীর পদোন্নতির নিশ্চয়তা।
শনিবার শিক্ষকদের চারটি সংগঠন যৌথভাবে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের একটি মোর্চার ব্যানারে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে।
ডার্ক টু হোপ/এসএইচ