এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে এই ঘটনা ঘটে।
গত ২ নভেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে আসছেন। তাদের এক দফা দাবি হলো- সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।
আন্দোলনকারী শিক্ষক আনিসুর রহমান বলেন, আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। দাবির বিষয়ে আমরা জানাতে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ হামলা করে।
এই শিক্ষক বলেন, আমাদের একাধিক বার এমপিওভুক্তির আশ্বাস দিয়েও কেন সেটি পূরণ করা হচ্ছে না জবাব চাই। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের হামলার ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর আগে অক্টোবরে টানা ২০ দিন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেন। দাবি পূরণে আশ্বাস দেওয়ায় সেই দফায় তারা ফিরে যান।
ডার্ক টু হোপ/এসএইচ