ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আল-আমিন (২৮) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে এবং হেলপার রাশেদুল ইসলাম (৩০) ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, ময়মনসিংহগামী একটি পণ্যবাহী ট্রাকের টায়ার হঠাৎ ব্লাস্ট হয়ে সেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশের ধারণা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হতে পারে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, ‘ত্রিশাল থেকে ময়মনসিংহমুখী একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুটি ট্রাকই উল্টে যায় এবং দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আহমেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।’
ডার্ক টু হোপ/এসএইচ