মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
আইন-আদালত
এস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ
নিউজ ডেস্ক
Publish: Monday, 20 October, 2025, 10:42 PM

এস আলমের গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ১০৫টি কোম্পানির ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা এসব শেয়ারের মূল্য ৮ হাজার ৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।

আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক এ নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করার জন্য একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর হতে প্রাপ্ত তথ্য অনুসারে কোম্পানিগুলোতে অর্জিত শেয়ারের মালিকানা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সেজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারার  কোম্পানিগুলোর শেয়ার অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
দৌলতপুরে ডাবল মার্ডার মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’, বৃষ্টির আভাস
ককটেল বিস্ফোরণ: আগারগাঁওয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ চায় ইসি
আইন-আদালত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝