Publish: Friday, 17 October, 2025, 9:02 PM

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির বড় অংশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে বলে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে। জিও নিউজের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পিএমডি এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এটি ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
জিও নিউজ জানিয়েছে, এই ভূমিকম্পে পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, চিত্রাল, সোয়াত, গিলগিট ও অ্যাবোটাবাদ এবং আশেপাশের এলাকাগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে। এর কারণ হলো প্রতিবেশী এই দেশ দুটি ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। গত সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ