রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 18 October, 2025, 12:02 PM

সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। সাম্প্রতিক দশকগুলোতে এটিই সবচেয়ে বড় সামরিক শুদ্ধি অভিযান বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব জেনারেল গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাদের সবাইকে দল ও সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং এখন তারা সামরিক আদালতের মুখোমুখি হবেন।

বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত হলেন হে ওয়েইডং। তিনি ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) উপ-সভাপতি। তিনি মার্চ থেকে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন, যা তদন্তের জল্পনা বাড়িয়েছিল।

অন্য বহিষ্কৃতদের মধ্যে আছেন সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক মিয়াও হুয়া, রকেট ফোর্সের প্রধান ওয়াং হৌবিন, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হুয়াঝি এবং সশস্ত্র পুলিশের প্রধান ওয়াং চুননিং।

বিশ্লেষকদের মতে, এই শুদ্ধি অভিযান শুধু দুর্নীতিবিরোধী প্রচেষ্টা নয়, বরং শি জিনপিংয়ের রাজনৈতিক ক্ষমতা আরও সুসংহত করার পদক্ষেপও হতে পারে।

শি জিনপিং দীর্ঘদিন ধরে দুর্নীতি দমনের নামে দলীয় শৃঙ্খলা ও আনুগত্য জোরদারের উদ্যোগ নিয়েছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এতে সেনাবাহিনী ও প্রশাসনে ভয় ও স্থবিরতার সংস্কৃতি তৈরি হতে পারে।

আগামী ২০ অক্টোবর দলের গুরুত্বপূর্ণ বৈঠক (ফোর্থ প্লেনাম) অনুষ্ঠিত হবে। সেখানে কারা উপস্থিত থাকবেন, তা থেকেই বোঝা যাবে—এই শুদ্ধি অভিযান কতটা বিস্তৃত হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝