Publish: Monday, 1 September, 2025, 5:01 PM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, আর আহত হয়েছেন দুই হাজার ৫০০ জনেরও বেশি।
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত ১৩ বার আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নুর গুল জেলা। সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল কুনার প্রদেশেই অন্তত তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজে ব্যাপক বিঘ্ন ঘটছে।
কাবুল ও ইসলামাবাদসহ দূরবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক প্রত্যন্ত এলাকায় এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে গত তিন দশকে ভূমিকম্পে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ১৯৯৮ সালে তাখার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে প্রায় ৪ হাজার মানুষ প্রাণ হারান।
ডার্ক টু হোপ/এসএইচ