বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫০০
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 1 September, 2025, 10:25 AM

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) রাতের এ ভূমিকম্পে একাধিক জেলায় হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির সরকারি সংবাদ সংস্থা বখতার নিউজকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সিনহুয়া।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন,
“দুঃখজনকভাবে রাতের ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।”

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে ইউএসজিএস ভূমিকম্প-পরবর্তী সতর্কতা জারি করেছে, যেখানে অর্থনৈতিক ও মানবিক ক্ষতির আশঙ্কার কথা বলা হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু হয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝