Publish: Monday, 1 September, 2025, 10:25 AM

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) রাতের এ ভূমিকম্পে একাধিক জেলায় হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির সরকারি সংবাদ সংস্থা বখতার নিউজকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সিনহুয়া।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন,
“দুঃখজনকভাবে রাতের ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।”
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে ইউএসজিএস ভূমিকম্প-পরবর্তী সতর্কতা জারি করেছে, যেখানে অর্থনৈতিক ও মানবিক ক্ষতির আশঙ্কার কথা বলা হয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু হয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল।
ডার্ক টু হোপ/এসএইচ