বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
Publish: Sunday, 31 August, 2025, 10:50 PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সব আবাসিক শিক্ষার্থীকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় রাত ৯টা ৩০ মিনিটে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন নিয়ে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ ২২৭ জন শিক্ষককে মিলনায়তনে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা দাবি করেন— “এক পেশায় এক ডিগ্রি চাই, কম্বাইন্ড ডিগ্রি নয়।” সকাল থেকে তারা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে অবস্থান নেন এবং দুপুরে সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে শিক্ষক অবরোধ কর্মসূচি চালান।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝