Publish: Sunday, 31 August, 2025, 12:25 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চবি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ তাজউদ্দিন বলেন, সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের কথা বিবেচনা করে রোববারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর পাশাপাশি, চার দফা দাবিতে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তারা আজকের ক্লাসও বর্জন করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে, যখন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। গুরুতর আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষকও হামলার শিকার হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চায়। রাত সাড়ে ৩টার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। রাতে ভবনে ঢোকার সময় ভবনের দারোয়ান তাকে মারধর করেন। পরে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এসময় স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ডার্ক টু হোপ/এসএইচ