Publish: Friday, 22 August, 2025, 8:10 AM

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে নিট রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৪ কোটি ২০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ কোটি ডলার বেশি। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
এ নিয়ে জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪১২ কোটি ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ চলতি সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েই রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার। তবে ওই মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। শুধু মার্চ মাসেই আসে ৩২৯ কোটি ডলার, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ মাসিক প্রবাহ।
ডার্ক টু হোপ/এসএইচ