বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
সুনামগঞ্জ প্রতিনিধি
Publish: Monday, 4 August, 2025, 12:52 PM

সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে জেলার সব ধরনের দূরপাল্লার এবং আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শ্রমিক নেতারা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের বাসের শ্রমিককে মারধরের প্রতিবাদ, শহরের তাদের এক চালককে মারধর ও জেলে থাকা এ বাস চালকের মুক্তির দাবিতে তাদের এই কর্মবিরতি কর্মসূচি। চালকদের মারধরের বিচার ও চালককে মুক্তি না দিলে এ কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।

এর আগে রোববার বিকেল ৪টায় জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। রাতে ৩ দফা দাবিতে এ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে হঠাৎ পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবীরা। অনেকেই বাস-স্ট্যান্ডে এসে ফিরে যেতে বাধ্য হন। দূরপাল্লার রুটে যাত্রারত যাত্রীরা বিকল্প যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। রোববার তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে রোববার সড়ক অবরোধ করেছে এবং আজ থেকে সুনামগঞ্জ থেকে কোনোও দূর পাল্লার বাস ছেড়ে যাবে না।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে হোটেলে ছুরিকাঘাতে পাঁচজন আহত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত
নড়াইলে আউশ-আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝