বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫,
২ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
জাতীয়
রোববার চট্টগ্রামসহ পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
চট্টগ্রাম ব্যুরো
Publish: Wednesday, 16 July, 2025, 9:06 AM

আগামী রোববার (২০ জুলাই) চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। 

চার দফা দাবিতে মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব মো. হুমায়ুন কবির। 

লিখিত বক্তব্যে তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলায় গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অভিযোগ, সরকার কলকারখানাসহ বিভিন্ন শিল্প খাতে ভর্তুকি দিলেও পরিবহন খাত উপেক্ষিত। অথচ এই খাতে যন্ত্রাংশ, টায়ার, টিউবসহ যাবতীয় খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। এই অবস্থায় বাণিজ্যিক যানবাহনের আয়করে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পরিবহন খাতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চার দফা দাবি আদায়ে মালিক ও শ্রমিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের আগে সরকার দাবি মানার জন্য উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের আহ্বায়ক সদস্য মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা, অলি আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চার দফা দাবিগুলো হলো- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন। যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত। ফিটনেস সনদ প্রদান বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া। বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত বাড়তি অগ্রিম আয়কর প্রত্যাহার।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপে অগ্নিকাণ্ড, একাধিক গাড়ির সংঘর্ষ
ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের প্রাণহানি
আরো ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, দুই বাসযাত্রী নিহত
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৪ জনকে আটক
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝