Publish: Friday, 11 July, 2025, 12:24 PM

কানাডা থেকে পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (১০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট কানাডার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি আরও জানিয়েছেন, আমেরিকা অন্যান্য বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১৫ বা ২০ শতাংশের একটি সম্পূর্ণ শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে প্রকাশ করা একটি চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে বলেছেন, শুল্কের নতুন হার ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং কানাডা প্রতিশোধ নিলে এটি আরও বাড়বে।
প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি তাঁর বাণিজ্য যুদ্ধ আরও বিস্তৃত করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন করেছেন তিনি। ব্রাজিলের ওপর শুল্কের ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অন্যান্য বাণিজ্য অংশীদার, যারা এখনো এই ধরনের চিঠি পাননি তাদের ওপরও সম্পূর্ণ শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সকলকে চিঠি পেতে হবে না। আপনি জানেন, আমরা কেবল আমাদের শুল্ক নির্ধারণ করছি।
ডার্ক টু হোপ/এসএইচ