টেকনাফে র্যাবের চেকপোস্টে ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
Publish: Thursday, 10 July, 2025, 11:38 AM

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গতকাল বুধবার বিকেলে র্যাবের আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং নির্মাণাধীন ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং র্যাবের পক্ষ থেকে বিষয়টি রাত ১০টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকার গুরা মিয়ার ছেলে শফি আলম (৪২) ও পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকার সগির শাহ’র ছেলে মো. শাহাজাহান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সাথে দীর্ঘদিনের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: