Publish: Wednesday, 9 July, 2025, 8:56 AM

টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে ফেনীতে চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায়জেলা আবহাওয়া অফিস। ফুলগাজী উপজেলার শ্রীপুর রোডে মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে গেছে। টানা বর্ষণে ফেনী শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জেলা প্রশাসন জানায়, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলাযর জন্য মোট ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে রান্না করা খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর- 01818-444500, 01336-586693)
ডার্ক টু হোপ/এসএইচ