রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে ও মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এক পথচারী।
রোববার (৬ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় রাস্তার পাশে থাকা এক পথচারী আহত হয়েছে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে, মহাখালী এসকেএস টাওয়ারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ডার্ক টু হোপ/এসএইচ