Publish: Sunday, 6 July, 2025, 3:06 PM

বরগুনার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুর রশিদ মিয়া ওরফে কালা রশিদ মিয়ার ছেলে লিটন বরগুনা পৌরসভার আমতলা পার এলাকার ওই বাড়িতে বসবাস করে।
লিটন জানান, শনিবার (৫ জুলাই) রাতে রান্না ঘরের চালা ভেঙে ঘরে ঢুকে স্বর্নলংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার পরে ভোররাত ৪ টার দিকে ঘুম ভেঙ্গে গেলে উঠে লাইট জ্বালিয়ে দেখতে পায় ঘরের সামনের দরজা খোলা,স্টীল আলমারি এবং সিন্ধুক খোলা সব কিছু এলোমেলো করা।বরগুনা থানায় খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
লিটন আরো জানায়, রান্নাঘরের উপরের টিন ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। সিন্ধুকের চাবি স্টিল আলমারির ড্রয়ারে রক্ষিত ছিল, আলমারির তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা এবং সিন্ধুকে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
রোববার (৬ জুলাই) সকালে লিটনের স্ত্রী মোসম্মৎ সুরমা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বরগুনা থানায় চুরির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনা অবহিত হয়ে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে। প্রথমে তারা ১৭ স্বর্নলংকার ও ৫০ থেকে ৭০ হাজার টাকা খোয়া গেছে জানালেও পরিমাণ আরো বেশি হবে বলছে। তদন্ত করে বিষয়টি দেখা হবে।
ডার্ক টু হোপ/এসএইচ