সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে “ব্লকেড” কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এ সময় তারা “পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার”, “ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ” এসব স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনিয়ারি, লিখিত ও মৌখিকে প্রাপ্ত নম্বর প্রকাশের দাবি জানাচ্ছি।
আন্দোলনকারীরা বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। দুইদিন পরপর আন্দোলন নামতে পারব না।
ডার্ক টু হোপ/এসএইচ