ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫ জনে। নতুন করে ৩৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন রয়েছেন।
এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৯ জন, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯ জন, রংপুরে ৩ এবং সিলেটে ২ জন ডেঙ্গুরোগী রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১,৪৫৬ জন। এদের মধ্যে ৫৯.১% পুরুষ এবং ৪০.৯% নারী। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।
ডার্ক টু হোপ/এসএইচ