ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
নিউজ ডেস্ক
Publish: Monday, 7 July, 2025, 9:05 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯২ জন, যা একদিনে সর্বোচ্চ। সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে দুজন বরিশাল বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ১১ হাজার ৪০৯ জন ছাড়পত্র পেয়েছেন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ৬৬ শতাংশ পুরুষ ও ৩৪ শতাংশ নারী রয়েছেন।
এদিকে, আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। গত এক মাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেইসঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা।
রাজধানীসহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে উপজেলা বা ইউনিয়নে পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে রাজধানীসহ বিভিন্ন বড় শহরগুলোতে।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: