যশোর শহরের সার্কিট হাউজ পাড়া ইকবাল মঞ্জিলে নিমার্ণধীন পাঁচ তালা ভবনের কার্ণিশ ভেঙ্গে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১জুন) ১২টার দিকে এ দুঘটনা ঘটে। তারা বিল্ডিং ফর ফরচুন লিমিটেড একটি প্রজেক্টের হয়ে যশোরে কর্মরত ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন, প্রকৌশলী মিজানুর রহমান। তার বাড়ি কুষ্টিয়া। দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই ভবনের কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেনসহকয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ পাচ তলার কার্নিশ ভেঙে রোডের ওপরে পড়ে তাদের তিন জনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডার্ক টু হোপ/এসএইচ