Publish: Monday, 30 June, 2025, 6:55 PM

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেট জব্দ করেছে বিজিবি।
রোববার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি আভিযানিকদল এবং ২ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি যৌথ আভিযানিকদল।
অভিযানে বিজিবি আভিযানিকদল বর্ণিত গোডাউন থেকে মালিকবিহীন ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য- ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ