
সারাদেশ থেকে আসা জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ জরুরি সভায় মিলিত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। সারাদেশ থেকে আসা নেতারা জরুরি সভায় বলেছেন, জাতীয় পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা জাতীয় পার্টি নিয়ে এতদিন বেচাকেনার রাজনীতি করেছে তাদের সঙ্গে নিয়ে আর রাজনীতি করবো না।
আজ বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবদের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের জরুরি সভায় নেতারা একথা বলেন।
উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, শেরীফা কাদের, মো. শরিফুল ইসলাম জিন্নাহ, মনিরুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান আশু, এসএম ইয়াসির, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। সভা পরিচালনা করেন, জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম।
জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- নুরুন্নাহার বেগম (ঠাকুরগাও), আব্দুল্লাহ সিদ্দিকী (সিলেট), রেজাউল করিম রেজা (পঞ্চগড়) রেজাউর রাজী স্বপন চৌধুরী (ঠাকুরগাও), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), সারোয়ার হোসেন শাহীন (গাইবান্ধা), আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম স্বপন (রাজশাহী), আব্দুল কাদের খান কদর (পাবনা), মোস্তফা জামান লিটন (নওগা), কেফায়েতউল্ল্যোহ নজির (ভোলা), অধ্যাপক মাহসিনুল ইসলাম হাবুল (বরিশাল), আনোয়ার হোসের আনু (ঝালকাঠি ), বশির আহমেদ (পিরোজপুর), মাহমুদুল হক মনি (শেরপুর), জাকির হোসেন খান (জামালপুর), সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (ময়মসিংহ), মো. মোজাম্মেল হক (টাঙ্গাইল), সামছুল হক (ঢাকা- উত্তর), নাসির আহমেদ খান (ব্রাক্ষনবাঠিয়া), অ্যাড. মো. হাসান সাঈদ (মানিকগঞ্জ), এএফএম আরিফুজ্জামান দিদার (মুন্সিগঞ্জ), নেওয়াজ আলী ভূঁইয়া (নরসিংদী), অ্যাড. নাজমুল হুদা হিমেল (সুনামগঞ্জ), আহমেদ রিয়াজ (মৌলভীবাজার), জালাল খান (হবিগঞ্জ), এয়ার আহমেদ সেলিম (কুমিল্লা- দক্ষিণ), জিয়াউল হুদা আপলু (লক্ষীপুর), নুরুচ্ছফা সরকার (চট্রগ্রাম- দক্ষিণ), আবু তাহের (চট্টগ্রাম মহানগর), অ্যাড. মো. তারেক (কক্সবাজার), মিথিলা রওয়াজা (খাগড়াছড়ি), শওকত জামান মিশুক (বান্দরবান), নাফিজ আহমেদ খান টিটু (কুষ্টিয়া), শাহরিয়ার জামিল জুয়েল (কুষ্টিয়া), অ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (নড়াইল), অ্যাড. রবিউল ইসলাম (চুয়াডাঙ্গা), মো. এমদাদুল হক বাচ্চু (ঝিনাইদহ), হাজরা শহীদুল ইসলাম বাবলু (বাগেরহাট), শফিকুল ইসলাম মধু (খুলনা জেলা), আব্দুল্লাহ আল মামুন (খুলনা মহানগর)।
ডার্ক টু হোপ/এসএইচ