Publish: Tuesday, 24 June, 2025, 6:40 PM

মঙ্গলবার ভোরে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়
বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আরো ৪৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার (২৪ জুন) ভোরে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইনের পর আটক করে বিজিবি।
অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ-ইন করে বিএসএফ। আটকের পর তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর থানায় হস্তান্ত করা হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, ভোরে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত এলাকায় ৫ নারী-শিশুসহ ৭ জনকে পুশ-ইন করে বিএসএফ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশ অংশ প্রবেশের পর স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
ডার্ক টু হোপ/এসএইচ