শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ
থানায় থাকা ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি, দুই পুলিশ প্রত্যাহার
নওগাঁ প্রতিনিধি
Publish: Saturday, 21 June, 2025, 2:07 PM

নওগাঁর ধামইরহাট থানায় হেফাজতে থাকা ট্রাঙ্ক থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় বৃহস্পতিবার। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এবং কনস্টেবল ইকবাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল জানান, ট্রাঙ্কের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং ভেতরে থাকা ইসলামের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিল। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং শনিবার তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত ২৪ এপ্রিলের একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের থানার বিভিন্ন কক্ষে রাখা হয়েছিল, যার একটিতে প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, হাতকড়াসহ রাখা এক আসামি চাবি ব্যবহার করে ট্রাঙ্ক খুলে প্রশ্নপত্র বের করে ছিঁড়ে ফেলেন। তবে পুলিশ সুপারের দাবি, চুরি নয়, মাত্র একটি প্রশ্নপত্র ছিঁড়ে নষ্ট করা হয়েছে এবং বাকিগুলো অক্ষত রয়েছে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এবং কনস্টেবল ইকবাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝