শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ
ব্রিজ ভেঙে খালে পড়লো কয়লা বোঝাই ট্রাক, যান চলাচল ব্যাহত
পিরোজপুর প্রতিনিধি
Publish: Friday, 20 June, 2025, 11:36 AM

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। এই ঘটনায় কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ট্রাকে থাকা কারো কোন ক্ষতি হয় নি।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পাঁচ টনের বেশি নিষিদ্ধ, উঠেছিল ২৭ টনের ট্রাক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজটি পার হওয়ার সময় ভার সহ্য করতে না পেরে সেতু ভেঙে পড়ে। অথচ এই ব্রিজে পাঁচ টনের বেশি ওজন বহন নিষিদ্ধ ছিল। ঘটনার ফলে কয়লা ভর্তি ট্রাকসহ সেতুর একাংশ খালে পড়ে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় ইন্দুরকানী থেকে মোড়েলগঞ্জ, মোংলা, শরণখোলা ও পিরোজপুর শহরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী কয়েক হাজার মানুষ।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। সেতু মেরামত এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। ট্রাকচালক ও সহকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝