শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ
বরগুনা হাসপাতালে এক দিনে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
বরগুনা প্রতিনিধি
Publish: Thursday, 12 June, 2025, 8:18 AM

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বরগুনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর থেকে সন্ধ্যায় মারা যান তারা।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা চান মিয়া (৭৫) এবং বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা গোসাই দাস (৭০)।

তাদের মধ্যে বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান গোসাই দাস এবং দুপুরের দিকে চান মিয়ার মৃত্যু হয়। তারা দুজনই বয়স্ক ছিলেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।

এর আগে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে আরও তিন নারীর মৃত্যু হয়।

সবশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। বর্তমানে এবং মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭২ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার অসুস্থ অবস্থায় চান মিয়াকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকের দেওয়া পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আর গোসাই দাসকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সকালে প্লাটিলেট পরীক্ষার জন্য হাসপাতাল থেকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। এরপর বুধবার দুপুরের দিকে হাসপাতালে নিয়ে এলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝