শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ
নাটোর প্রতিনিধি
Publish: Tuesday, 20 May, 2025, 9:27 PM

নাটোরের লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো গুরুতর আহত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন ও তার অনুসারীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরেই  মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝