Publish: Wednesday, 7 May, 2025, 9:20 PM

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে না করতেই ভারতের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার।
এতে পেহেলগাম এর হামলার বিষয়টিতে অনেকেই রং চড়াচ্ছেন। এখন দুই দেশের পাল্টাপাল্টি হামলার ঘটনাটি রূপ নিয়েছে অনেকটা ধর্মীও ইস্যুতে বলে দাবি তুলেছেন কোনো কোনো বিশ্লেষক।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। ভারতের এ আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই।
এদিকে দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় হামলার জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও।
এরই মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে নীতিগত অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।
ডার্ক টু হোপ/এসএইচ