শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
টেকনোলজি
তথ্য ফাঁসের অভিযোগে টিকটককে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
তথ্য ও প্রযুক্তি ডেস্ক
Publish: Saturday, 3 May, 2025, 12:06 PM

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে বেশ বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে আনা হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

এছাড়া ছয় মাসের মধ্যে তাদের ডেটা প্রসেসিং কার্যক্রম ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে চীনে ডেটা স্থানান্তর বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে টিকটককে। গতকাল শুক্রবার (২ মে) জরিমানার এ খবর প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের বিরুদ্ধে বিপুল তথ্য ফাঁসের অভিযোগ এনেছে তদন্ত পরিচালনাকারী আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি)। সংস্থাটির কর্মকর্তা গ্রাহাম ডয়েল বলেছেন, ‘ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা চীনের কর্মীরা ব্যবহার করলেও, টিকটক সেই ডেটার সুরক্ষা ইইউ-এর সমতুল্য করতে পারেনি, যা প্রমাণে তারা ব্যর্থ হয়েছে। ’

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে টিকটক কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেছে, ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটার জন্য তারা কখনোই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।

টিকটক ইউরোপের ক্রিস্টিন গ্রান বলেছেন, টিকটক তাদের ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা কখনও সরবরাহ করেনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব আমরা।

উল্লেখ্য, ২০২৩ সালে শিশুদের তথ্য প্রক্রিয়াকরণে ইইউ নিয়ম ভঙ্গের দায়ে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ডিপিসি। ইউরোপে টিকটকের সদরদপ্তর আয়ারল্যান্ডে হওয়ায় এই দেশের নিয়ন্ত্রক সংস্থাই মেটা, গুগল, এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান রেগুলেটরি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝