শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
টেকনোলজি
সবচেয়ে দামি প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া, গড়ল রের্কড
তথ্য ও প্রযুক্তি ডেস্ক
Publish: Wednesday, 9 July, 2025, 10:29 PM

প্রযুক্তি কোম্পানি হিসেবে চার ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে এনভিডিয়া। এর আগে কোনো পাবলিক কোম্পানি এই বাজার মূল্যে যেতে পারেনি।

গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ব্যাপক আগ্রহ তৈরি হওয়ার ফলে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে পছন্দের স্টকগুলোর একটি হিসেবে প্রভাবশালী অবস্থানে গেছে এই জিপিইউ নির্মাতা কোম্পানিটিকে।

বিশ্বের শীর্ষ এ কোম্পানিটির শেয়ারের দাম সর্বশেষ দুই দশমিক চার শতাংশ বেড়ে ১৬৪ ডলারে পৌঁছেছে, যার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যাপক চাহিদা।

এনভিডিয়া প্রথমবারের মত ২০২৩ সালের জুনে এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়, এরপর থেকে এর উত্থানে ধারাবাহিকতা চলতে থাকে। ফলে, মাত্র এক বছরের মধ্যেই তাদের বাজারমূল্য তিন গুণেরও বেশি বেড়ে যায়, যা অ্যাপল ও মাইক্রোসফটের শেয়ারমূল্য বৃদ্ধির চেয়েও দ্রুত ছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

অ্যাপল ও মাইক্রোসফট বর্তমানে তিন ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্যের দুটি কোম্পানি। তবে এনভিডিয়া তাদের ছাড়িয়ে গিয়ে বিশ্বের প্রথম চার ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানি হিসেবে ইতিহাস গড়ল।

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট এখন দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যার বাজার মূল্য বর্তমানে তিন দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য এক দশমিক তিন শতাংশ বেড়ে ৫০৩ ডলার।

অন্যদিকে এনভিডিয়া এপ্রিল মাসের নিম্নমুখী অবস্থা থেকে প্রায় ৭৪ শতাংশ আবার উদ্ধার করতে পেরেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণা করা নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়।

রয়টার্স বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের চুক্তির ফলে শেয়ার বাজারে আশা ফিরেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫০০ শীর্ষ স্থানীয় কোম্পানির সূচক ‘এসএন্ডপি ৫০০’- এ নতুন সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে।

‘এসএন্ডপি ৫০০’ সূচকে এনভিডিয়া সাত দশমিক তিন শতাংশ ওয়েট ধরে রেখেছে যা সূচকটিতে এককভাবে সবচেয়ে বড়। এ সূচকে দুই টেক জায়ান্ট অ্যাপল ও মাইক্রোসফটের ওয়েট যথাক্রমে সাত ও ছয় শতাংশ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝