শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
অর্থনীতি
দেশে মোট রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 30 April, 2025, 8:02 PM

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ২২ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার। আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। আইএমএফের হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দুই হাজার ২০৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলারের বেশি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৭৪১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার। গত ২৭ এপ্রিল আইএমএফ হিসাব অনুযায়ী, দেশে রিজার্ভ হয়েছিল বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৪২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৬৭৮ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার। 

এর আগে ২০ এপ্রিল আইএমএফ হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ ছিল বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৩৪ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৭০ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। গত ১৫ এপ্রিল বিপিএম-৬ হিসেবে রিজার্ভ ছিল দুই হাজার ১১৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৫১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ডলার।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের ছোড়া ৬ ব্যালিস্টিক মিসাইল পড়েছে নিজেদের রাজ্যেই: পাকিস্তান
বোরোর বাম্পার ফলনে খুশি রাজশাহীর কৃষকরা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ২৭
যুদ্ধ মানেই মুনাফার খেলা: নচিকেতা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
অর্থনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝