Publish: Wednesday, 30 April, 2025, 7:50 PM

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন সেটি প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।একই সঙ্গে আগামী রোববার (৪ মে) জামিন স্থগিতের আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন তিনি।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, আরশাদুর রউফ, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান।
এর আগে ওইদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাইকোর্টের দেয়া চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। তখন আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি রেজাউল হক সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৪ মে চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে পরবর্তী আদেশ দেবেন।
ডার্ক টু হোপ/এসএইচ