মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
২ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 22 April, 2025, 9:37 AM

চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন দেশের মতো ভারতীয় পণ্যের ওপরও উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আবহের মধ্যেই চার দিনের সফরে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে বাণিজ্য চুক্তি ও চীন ইস্যুসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় তাকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। 

ভ্যান্সের এই সফর এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও তা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়া দিল্লি।

বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠকে বসেন জেডি ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার।

এর আগে, ইতালির রাজধানী রোম থেকে সোমবার (২১ এপ্রিল) পরিবারসহ ভারতে পৌঁছান জেডি ভ্যান্স। দেশটিতে চার দিন অবস্থান করবেন তিনি। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আগ্রার তাজমহল পরিদর্শন করবেন এবং জয়পুর শহরে একটি ভাষণ দেবেন।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে তার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মোদি। এখন জেডি ভ্যান্সের এই সফর হচ্ছে ভারতে ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার সফর। আর এই সফর কতটা ফলপ্রসূ হয়, তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার সহস্রাধিক
মহান বিজয় দিবস আজ
চট্টগ্রাম নগরীতে ঝুটের গুদামে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিজয় দিবসে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝