অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত ও দুই পুলিশ সদস্যসহ ২৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় এক সাহসী পথচারীর বীরত্বগাথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর নিরস্ত্র এক পথচারী একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। এরপর তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান। তার গলা চেপে ধরে বন্দুকটি ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে ওই সাহসী ব্যক্তি তার দিকেই বন্দুক তাক করে রাখেন।
তার এই সাহসিকতায় অনেকগুলো প্রাণ বেঁচে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এই পথচারীর নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বন্ডি বিচে হতাহতের ঘটনা ‘মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) পুলিশের সঙ্গে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেব। (নাগরিকদের) জীবন রক্ষার জন্য পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।’
গোলাগুলির ঘটনার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং এনএসডব্লিউ–এর প্রিমিয়ারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন অ্যালবানেস।
এদিকে অস্ট্রেলিয়ায় এমন গোলাগুলির ঘটনা অত্যন্ত বিরল উল্লেখ করে সাংবাদিক ড্যানিয়েল রবার্টসন আল জাজিরাকে বলেছেন, এই হামলা অস্ট্রেলিয়ায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর অস্ট্রেলিয়া অস্ত্রের অবাধ বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন করে। এরপর থেকে দেশটিতে তেমন বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি বললেই চলে।
রবার্টসন আরও জানান, বন্ডি বিচের আশপাশের রাস্তাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পায়ে হেঁটে টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষকে এলাকাটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
ডার্ক টু হোপ/এসএইচ