শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ
নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
Publish: Tuesday, 15 April, 2025, 8:05 PM

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এসব বজ্রপাত হয়।

নিহত তিনজন হলো– খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। আহত ব্যক্তি রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে রনু মিয়া (৩০)।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, ‘আজ বিকেল সোয়া ৫টার দিকে রসুলপুর গ্রামে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। ধনু নদীর পাড়ে বোরো ধান শুকানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিজাম উদ্দিনের। এসময় রুনু মিয়া আহত হন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’

কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল বলেন, ‘আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের হাওরে ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন কবীর হোসেন। তখন বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্য পৌনে ৭টার দিকে মৃত্যু হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ওমর চৌধুরী জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে রাখাল সরকার গরু আনতে যান। এসময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাখাল সরকারের।’  

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝