রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬,
৫ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধের পর আকাশসীমা খুলে দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 15 January, 2026, 11:17 AM

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা খুলে দিয়েছে। সাময়িক এই নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং বিমান সংস্থাগুলো বিলম্বের মুখে পড়ে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে (২২১৫ জিএমটি) সরকারি অনুমতি সাপেক্ষে কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া ইরানের আকাশসীমা সব ধরনের উড্ডয়নের জন্য বন্ধ করে দেওয়া হয়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাত ১০টা ইটি বা ০৩০০ জিএমটির ঠিক আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর ইরানি বিমান সংস্থা মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইন্সের অন্তত পাঁচটি ফ্লাইট পুনরায় চালু হয়।

এর আগে প্রকাশিত ‘নোটিশ টু এয়ার মিশনস’ (নোটাম)-এ জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং শুধুমাত্র ইরানের সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি থাকা নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী ও ইরান থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটিতে বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নিতে পারে।

জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত সহিংসতা’র তীব্র নিন্দা জানিয়ে ইরান সরকারকে সংযম দেখানো ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে, যদিও পশ্চিমা দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভে হতাহতের বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
আগামী ৫ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
বিচ্ছেদের মাঝে নতুন খবর তাহসানের
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে নতুন প্রস্তাব
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝