রাজশাহীর বিপক্ষে রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প পুঁজির ম্যাচেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে শেষ হাসি চট্টগ্রামের। ২ উইকেটের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল মাহেদী হাসানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে রাজশাহী।
জবাব দিতে নেমে চট্টগ্রাম শুরুতেই খেই হারিয়ে ফেলে। অ্যাডাম রসিংটন দুই অঙ্কে গেলেও নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ফেরেন এক অঙ্কে। সাদমান ইসলাম তো হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। শেখ মাহেদী ২৫ বলে ২৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বিদায় নিলে দায়িত্ব বর্তায় হাসান নওয়াজ ও আসিফ আলী এই দুই পাকিস্তানির কাঁধে।
আসিফ ২৫ বলে ২৭ রান করে বিদায় নিলে নাওয়াজ দলের হাল ধরেন। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে শেষ বলে দলের জয় নিশ্চিত করেন হাসান নাওয়াজ।
৭ ম্যাচ খেলে পাঁচ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বন্দরনগরীর দলটি।
ডার্ক টু হোপ/এসএইচ