আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপ জেলা ভোলার মনপুরায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে এই ভূকম্পনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মণিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এ কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কাঁপছিল এবং পুকুরের পানিও টলমল করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থান সহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিল।
ডার্ক টু হোপ/এসএইচ