Publish: Thursday, 8 January, 2026, 10:18 PM

ওরিয়ন গ্রুপের খেলাপি ঋণ পরিশোধের জন্য এই শিল্প গ্রুপটিকে নতুন করে ৫০৭ কোটি টাকার ঋণ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকের আইন লঙ্ঘন করে আগের খেলাপি ঋণ পুনঃতফসিলিকরণ করে বিপুল অংকের ওই ঋণ প্রদান করা হয়, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। বৃহস্পতিবার কমিশন এই মামলার সিদ্ধান্ত নিয়েছে। শিগগির মামলাটি দায়ের করা হবে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম প্রভাব খাটিয়ে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যাংক থেকে ওই পরিমাণ অর্থ ঋণের নামে তুলে নিয়েছেন। ঋণ খেলাপি হওয়ার কারণে ওরিয়ন গ্রুপের নতুন করে ঋণ পাওয়ার কোন সুযোগ ছিল না। ব্যাংকের বিপুল অংকের টাকা তুলে নিতে ওবায়দুল কমিনের আগের খেলাপি ঋণ পুনঃতফসিলের ব্যবস্থা করা হয়েছিল। অথচ ওই খেলাপি ঋণের ডাউন পেমেন্ট পর্যন্ত করা হয়নি। এই পরিস্থিতিতে কৌশলে পুনরায় ঋণের নামে আত্মসাত করা হয় ৫০৭ কোটি ৫১ লাখ টাকা।
ঋণের নামে ব্যাংকের ৫০৭ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করেছে দুদক উপপরিচালক মো. রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও খোরশেদ আলমের সমন্বয়ে টিম। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, খেলাপি ঋণের দায় পরিশোধের জন্য নেওয়া ওই ঋণের পর্যাপ্ত জামানত নেই। ব্যাংকিং আইনের পরিপন্থি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বৈদেশিক মুদ্রায় গৃহীত দুইটি মেয়াদি ঋণ রূপান্তর করে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটভুক্ত দেশীয় মুদ্রায় দুটি মেয়াদি ঋণ সৃষ্টি করা হয়। খেলাপি ঋণের দায় পরিশোধের জন্য নেওয়া ঋণের মেয়াদ নতুন করে সাত বছর নির্ধারণ করা হয়েছে।
অভিযুক্তরা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অভিযুক্ত অন্যরা হলেন, ওরিয়ন গ্রুপের এমডি ও সিইও সালমান ওবায়দুল করিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ডিএমডি ও ব্যাংকের ঢাকাস্থ প্রধান শাখার সাবেক শাখা ব্যবস্থাপক গাউস-উল-ওয়ারা মোর্তজা, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিভিশন প্রতাপ কুমার দেশমুখ্য, এসভিপি মো. অলিউল্লাহ, সাবেক এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, বর্তমানের এমডি মতি-উল-হাসান, অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের, প্রধান শাখা ক্রেডিট ইনচার্জ মো. বাবর আলী মোল্লা, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মো. ইকরামুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মো. আব্দুল হালিম ও ম্যানেজার অপারেশন মো. আতিকুর রহমান।
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের অর্জিত সম্পদের সঠিক হিসাব প্রদান এবং তার নামে-বেনামে আরও সম্পদ অর্জনের তথ্য উৎঘাটনের সম্পদ বিবরণী দাখিলের জন্য তার কাছে নোটিশ পাঠানো হয়েছে। ওরিয়ন গ্রুপের পরিচালক ওবায়দুল করিমের স্ত্রী আরজুদা করিমের সম্পদের হিসাব এবং তার নামে-বেনামে আরও সম্পদের তথ্য চেয়ে তার কাছেও নোটিশ পাঠানো হযেছে।
ডার্ক টু হোপ/এসএইচ