মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য
নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন
নিউজ ডেস্ক
Publish: Friday, 2 January, 2026, 12:44 AM

মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠদানের অনুমোদন দেয়। ওই কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।

বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এর সঙ্গে মুন্সিগঞ্জে নতুন মেডিকেল কলেজের অনুমোদন যুক্ত হওয়ায় সরকারি পর্যায়ের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরেকটি সংযোজন হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে মুন্সিগঞ্জসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বাড়বে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
স্বাস্থ্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝